বগাছড়ি ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা অব্যাহত: আরো যারা সাহায্যার্থে এগিয়ে এসেছেন

0

সিএইচটিনিউজ.কম
DSC00684নানিয়াচর(রাঙামাটি): নানিয়াচরের বগাছড়িতে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সেটলারদের হামলা, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের জন্য বেসরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) এবং আজ শুক্রবারও(২৬ ডিসেম্বর) বিভিন্ন সংগঠন, এলাকা ও ব্যক্তির উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার যেসব সংগঠন ও ব্যক্তির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে- ১. ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমতি, বনরূপা-রাঙামাটি, ২. ১৮ মাইল এলাকাবাসী, ৩.ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে জুয়েল চাকমা-ঘিলাছড়ি, ৪.পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(এমএন লারমা), ৫. গ্রীন এনার্জি ফাউন্ডেশন ৬. সাভার আন্তর্জাতিক বনবিহার দায়ক-দায়িকাবৃন্দ ও কানাডা-সুইজারল্যান্ড প্রবাসী জুম্ম।DSC00708

আজ শুক্রবার যারা ত্রাণ বিতরণ করেছেন-১. বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার-আগ্রাবাদ চট্টগ্রাম, ২.রাঙ্গামাটি থেকে বন্ধু-বান্ধবের টিম, ৩.উন্মেষ-রাঙামাটি, ৪.পুকুরছড়ি গ্রামবাসী, ৫.টেঙাছড়ি গ্রামবাসী, ৬.১৯৯৯ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ-রাঙামাটি, ৭.পূর্ব জগনাতলী গ্রামবাসী ও ৮.রাজবনবিহার মহাবোধি সোসাইটি।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, কম্বল, লেপ, কাপড়-চোপড়, হাড়ি-পাতিল-প্লেট-চামচসহ রান্নার প্রয়োজনীয় উপকরণ, শীতবস্ত্র, সোলার(ব্যাটারী, কন্ট্রোলার ও প্রয়োজনীয় যন্ত্রাংশসহ), শিক্ষা উপকরণ (খাতা-কলম-ব্যাগ) ইত্যাদি রয়েছে।

ক্ষতিগ্রস্তরা তাদের এই দুর্দিনে সকলকে পাশে পেয়ে কিছুটা হলেও মনোবল ফিরে পেয়েছেন। দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
————–

* বগাছড়ি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এ পর্যন্ত যারা এগিয়ে এসেছেন

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More