গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি : গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার বাবার শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠান থেকে দুই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার (৩ জুলাই) শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠান চলাকালে বিকাল সাড়ে ৪টার দিকে গুইমারা ব্রিগেড থেকে একদল সেনাসদস্য দার্জিলিং টিলায় অংগ্য মারমাদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ি ঘেরাও করে কংজরী মারমা (৪০), পিতা- রিপামধু মারমা, গ্রাম- দেওয়ান পাড়া এবং সাইদিঅং মারমা ওরফে কালা (১৯), পিতা- আম্যা মারমা, গ্রাম- দেওয়ান পাড়া নামে দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। তাঁরা উভয়ে শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানে লোকজনকে ভাত খাওয়ানোসহ অন্যান্য কাজে সহযোগিতা করছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় রোগভোগের পর গত ২৮ জুন সকালে অংগ্য মারমার বাবা মারা যান। পারিবারিকভাবে আজ তাঁর শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৬টার দিকে ব্রিগেড থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।