অনন্ত বিহারী খীসার মৃত্যুতে জাতীয় মুক্তি কাউন্সিলের শোক

নিজস্ব প্রতিনিধি ।। জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসার পিতা অনন্ত বিহারী খীসার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ২০২১) জাতীয় মুক্তি কাউন্সিলের (পূর্ব-৩, চট্টগ্রাম/পার্বত্য চট্টগ্রাম) এর সভাপতি ভূল ভৌমিক ও সদস্য সচিব আমীর আব্বাস এক বিবৃতিতে এ শোক জানান। একই সাথে তারা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, অনন্ত বিহারী খীসা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তি। তিনি পার্বত্য জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে চিন্তাশীল বুদ্ধিজীবী ছিলেন। জাতীয় ও পার্বত্য রাজনীতি,সংস্কৃতি, ইতিহাস বিষয়ে অনন্ত বিহারী খীসার মতো প্রজ্ঞাবান ব্যক্তি আজকের সময়ে বিরল।
অনন্ত বিহারী খীসার মৃত্যু শুধুমাত্র জাতিসত্তার গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি নয়,জাতীয় ক্ষেত্রেও সমান ক্ষতি বলে মনে করেন নেতৃবৃন্দ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।