নান্যাচর।। নান্যাচর রত্নাঙ্কুর বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধা নন্দ মহাস্থবির বলেছেন, যারা সাবেক মেম্বার অনাদী রঞ্জন চাকমাকে খুন করেছে তারা শাসক শ্রেণীর আশ্রিত। রাজনীতি করতে নয়, খুনোখুনি করতে তারা শাসক শ্রেণীর কাছে আশ্রয় নিয়েছে।
গত সোমবার ১৮ ডিসেম্বর দেরোতপুজ্যা নামে খ্যাত বর্মা-তরুর নেতৃত্বাধীন সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনী (জারগো পার্টি) সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমার শ্রাদ্ধানুষ্ঠানে তিনি এক কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এই যে যারা জ্ঞাতি ভাইদের খুন করে গর্ববোধ করছে, তাঁরা ভুল করছে। মানুষ খুন করে গর্ব করার মতো কিছু নেই। এর জন্য অনুশোচনা ও অনুতপ্ত হওয়া উচিত। ধর্ম বা নীতি তা কখনো অনুমোদন করে না। যারা নীতিহীন বা অন্যায় কাজ করে তাঁরা নিজেরাই বিনাশ হয়ে যায়।’
পূজনীয় ভান্তে জায়গা জমি রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নান্যাচরের দজর পাড়ায় নিজ বাড়িতে অনুষ্ঠিত উক্ত শ্রাদ্ধানুষ্ঠানে দেরোতপুজ্যা জারগো দলের সন্ত্রাসীদের হুমকি উপেক্ষা করে দেড় সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানের তিন দিন আগে ১৭ মাইল দোকানে গিয়ে অনুষ্ঠানে না যাওয়ার জন্য তারা লোকজনকে হুমকি দেয়। দোকানে উপস্থিত লোকজনকে উদ্দেশ্যে তাঁরা বলেছে ‘যারা অনাদি রঞ্জন চাকমার শ্রাদ্ধানুষ্ঠানে যাবে তাঁদের পরিণতিও একই হবে। অর্থাৎ অনাদী রঞ্জন চাকমার মতো অকালে মরে যেতে হবে’। কিন্তু দেরোতপুজ্যা দুর্বৃত্তদের সে হুমকি কেউ পরোয়া করেনি।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর নানিয়াচরের তৈচাকমা দজর পাড়ায় সেনাবাহিনীর লেলিয়ে দেয়া দেরোতপুজ্যা বর্মার নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।