খাগড়াছড়ি : থানচি, রুমা, আলীকদম, রোয়াংছড়িসহ বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মোড়ে আয়োজিত মানববন্ধনে বিএমএসসি’র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মংচিংহ্লা মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোওয়ারা নির্বাহী পরিচালক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুইচিংথুই মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটি সাবেক সভাপতি সাপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ খাগড়াছড়ি সদর শাখার সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-এর খাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসিম চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম দে, সমাজসেবক কিরন মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক থুইহ্লাচাই মারমা, মহিলা বিষয়ক সম্পাদিকা মাপ্রু মারমা প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতকাল থেকে পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকায় বসবাসরত জনসাধারণের পানির একমাত্র ব্যবস্থা হল ঝিড়ি ও খাল। কিন্তু প্রতিনিয়ত ঝিড়ি ও খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পানির উৎস কমে যাচ্ছে, আর বিশুদ্ধ পানির অভাবে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীরা মুনাফা লোভে প্রাকৃতিক পাথর অবৈধভাবে উত্তোলন করছে। অবৈধ পাথর উত্তোলনের ফলে দিন দিন পরিবেশ ও ছড়াগুলো বিলিন হয়ে যাচ্ছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বলে বক্তারা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ঝিড়ি ও খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ ও অবৈথ পাখর উত্তোলনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।