আগামীকাল ঢাকায় শ্রমজীবী ফ্রন্ট (পার্বত্য চট্টগ্রাম)-এর ১ম জাতীয় সম্মেলন

0
11

ঢাকা: শ্রমজীবী ফ্রন্ট (পার্বত্য চট্টগ্রাম)-এর ১ম জাতীয় সম্মেলন আগামীকাল ৩ আগস্ট ২০১৮,শুক্রবার সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের নীচতলার হলরুমে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনব্যাপী এ সম্মেলনে সাভার, কাঁচপুর, আশুলিয়া, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

উক্ত সম্মেলনে প্রথম পর্বের অনুষ্ঠানে দেশের স্বনামধন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও বিভিন্নসংবাদ সংস্থার রিপোর্টার-ফটো সাংবাদিকবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলন উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। ২৩ জুলাই প্রকাশিত পোস্টারে আহ্বান জানিয়ে বলা হয়েছে- “দু’মুঠো খেয়ে-পরে বেঁচে থাকাই জীবন নয়, আসুন জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হই”।

এছাড়া ‘নব্য রাজাকার’ লেলিয়ে দিয়ে খুন অপহরণ, চাঁদাবাজি, জনজীবনে উৎপাত, ‘পাক হানাদারের’ কায়দায় নির্বিচারে ধরপাকড়, মা-বোনের ইজ্জত লুণ্ঠন ও বাস্তভিটা বেদখলের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রকাশিত পোস্টারে।
——————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.