খাগড়াছড়ি : নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে আগামীকাল শুক্রবার শেষ শ্রদ্ধা জানাবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ বৃহষ্পতিবার (৪ জানুয়ারি ২০১৮) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শহীদ মিঠুন চাকমাকে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় রীতি-নীতি পালন শেষে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ পার্টি অফিসে নিয়ে আসা হবে। সেখানে পার্টি ও গণ সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভার্থী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর তাঁর দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
উক্ত অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।