আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে বান্দরবানে বম শিশু হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ

রাঙামিাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
রাঙামাটির কুদুকছড়িতে আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে বান্দরবানে ৫ম শ্রেণীর ছাত্র ভানধাংপুই বম (১৩)-কে হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন ২০২৪) ‘অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র’ কুদুকছড়ি শাখার উদ্যোগে বেলা ২টায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি কুদুকছড়ি নির্বাণপুর বনবিহারের ফটক থেকে রাঙ্গামাটি – খাগড়াছড়ি সড়ক হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিন করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, নবম শ্রেণীর ছাত্রী জুম্মবি চাকমা ও ননাপুদি চাকমা।

বক্তারা বান্দবানে ৫ম শ্রেণীর ছাত্র ভানথাংপুই বমকে হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। একদিকে পাহাড়িদের ভুমি বেদখল করে তাদেরকে ভুমিহীন করা হচ্ছে, অন্যদিকে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে জুম্ম জাতীয়তা মুছে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করা হচ্ছে। পাহাড়ে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালিয়ে নিরপরাধ পাহাড়িদের হত্যা করা হচ্ছে। বান্দরবানের ‘সন্ত্রাসী’ দমনের নামে নিরীহ বম জাতিগোষ্ঠীর উপর জাতিগত নিপীড়ন চালানো হচ্ছে। যেখানে নাবালক শিশুরাও রেহাই পাচ্ছে না।
তার আরো বলেন, গত ২৩ মে বান্দরবান সদর উপজেলার শ্যারণ পাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্র ভানথাংপুই বম (১৩)-কে গুলি করে হত্যার পর কথিত কেএনএফ সদস্য বলে প্রচার চালানো হয়েছে। যৌথ বাহিনীর ব্যর্থতাকে আড়াল করার জন্য এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে বলে আমরা মনে করি।

তারা বলেন, আমাদের বম জাতিসত্তার শিশু ভানথাংপুই বমের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি পাহাড়ে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, যাতে আমরা যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির সেবা করতে পারি।
বক্তারা অবিলম্বে ভানথাংপুই বমের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপরাধ বম জাতিগোষ্ঠীর উপর জাতিগত নিপীড়ন বন্ধ করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।