ঢাকা : রাঙামাটির নান্যাচরসহ পার্বত্য চট্টগ্রামে একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক খুন, অপহরণ, মুক্তিপণ ও জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা অপকর্মের প্রতিবাদে এবং নির্বাচিত জনপ্রতিনিধি ও নিরীহ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভোবে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম এলাকার জনসাধারণ আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর ২০১৮) বিকালে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।