আজ সিএইচটি রেগুলেশন ১৯০০ রিভিউ মামলার শুনানি হয়নি
ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
আজ বৃহস্পতিবার সুপ্রীম কোর্টে চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন ১৯০০ রিভিউ মামলার শুনানী হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে।
চাকমা রাণী ইয়েন ইয়েন তার ফেইসবুক পেজে লেখেন, গত ১৬ মে ২০২৪ আদালত মামলাটির শুনানি ২৩ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করলেও ৪ জুলাই শুনানির জন্য মামলার তালিকায় দেয়া হয়। কিন্তু সেদিন কেবল এক ঘন্টা কোর্ট চলার কারণে ওই মামলার শুনানি হয়নি, ফলে শুনানির তারিখ ১১ জুলাই পেছানো হয়।
রাণী জানান: ‘এরই মধ্যে আমাদের নিয়োজিত আইনজীবী মুলতবি হওয়া মামলা কেন অনির্ধারিত তারিখে এগিয়ে আসলো জানতে অফিসে যোগাযোগ করলে “অফিসিয়াল ভুলের কারণে” এটি হয়েছে জানিয়ে পূর্বনির্ধারিত তারিখ জুলাইয়ের ২৩ তারিখেই মামলাটি শুনানির জন্য মামলা-তালিকায় আসবে এবং সেই মোতাবেক শুনানি চলবে বলে আজ আমাদের জানানো হয়েছে।’
আগামীতে মহামান্য সুপ্রিম কোর্টে এ ধরনের “অফিসিয়াল ভুল” যেন না হয়, সেটাই কাম্য বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০০৩ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলার দুটি মামলায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নী জেনারেলের আবেদনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০কে একটি “মৃত আইন” বলে ঘোষণা করে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০১৭ সালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০’-কে একটি সম্পূর্ণ “জীবিত ও বৈধ” আইন হিসেবে বলবৎ রাখেন।
কিন্তু ২০১৮ সালে খাগড়াছড়ির দু’জন সেটেলার আপিল বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে রিভিউ চেয়ে আবেদন জানান।
সাধারণ রীতি অনুসারে সরকারের অনুকূলে সুপ্রিম কোর্টের দেওয়া উক্ত রায়ের পক্ষে অ্যাটর্নী জেনারেলের অবস্থান গ্রহণ করার কথা। কিন্তু তার পরিবর্তে তিনি ‘রাজা ও ‘আদিবাসী’ শব্দসহ আরো কিছু শব্দ ও বাক্যাংশ বাদ দেওয়াসহ প্রথাগত আইনের (Customary Law) বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত সর্বমোট ১০টির অধিক অনুচ্ছেদ বাদ দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিক ও লিখিতভাবে প্রার্থনা করেন।
আপিল বিভাগের রায় সংশোধন করতে এটর্নী জেনারেলের উক্ত আবেদনকে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০-কে কার্যত বাতিলের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদে ইউপিডিএফসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে। পার্বত্য চট্টগ্রাম জুড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।