আঞ্চলিক পরিষদ নিয়ে এবার সরব হলো পুরোনবস্তী বাঙালিরা
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিয়ে এবার সরব হয়েছে পার্বত্য চট্টগ্রামের পুরোনবস্তি বাঙালিরা।
তারা ‘আঞ্চলিক পরিষদে নিরপেক্ষ, যোগ্য নেতৃত্ব চাই, আঞ্চলিক পরিষদের জবাবদিহিতা নিশ্চিত কর, আঞ্চলিক পরিষদ পুনর্গঠন কর, সন্তু লারমার দুর্নীতির তদন্ত কর’সহ বিভিন্ন দাবি জানিয়ে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে।
গত বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) রাতে “পার্বত্য চট্টগ্রাম পুরোনবস্তী বাঙালি পরিষদ” এর নামে রাঙামাটি শহরের ভেদভেদী, হাসপাতাল এলাকা, প্রেসক্লাব, উপজেলা পরিষদ, টিটিসি, টিএন্ডটি (রায় বাহাদুর সড়ক), তবলছড়ি, ডিসি অফিস, বনরুপা, স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন স্থানে হাতে লেখা পোষ্টারিং করা হয়েছে।
উল্লেখ্য, ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছে। গত মাসে তারা রাঙামাটি শহরে মানববন্ধন, পোস্টারিংসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।