আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
ঢাকা: পিসিপির সাবেক সভাপতি রিকো চাকমাসহ আটক পিসিপি ও যুব ফোরাম নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ঢাকা শাখার উদ্যোগে শুক্রবার(২৪ এপ্রিল) বিকেল ৪.৩০টায় ঢাকায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা শাখার সাধারণ সম্পাদক বিনয়ন চাকমার সভাপতিত্বে এবং সদস্য রিয়েল ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিটন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দিন দিন পাহাড়িদের ওপর দমন দমন পীড়ন বৃদ্ধি করা হচ্ছে। গণতান্ত্রিক সভা-সমাবেশ করতে বাধা ও হামলা করা হচ্ছে। সেনা প্রশাসন পাহাড়ে নূন্যতম বাক স্বাধীনতা অস্তিত্ব বজায় থাকুক তা চায় না। এজন্য তারা বৈসাবির মত সার্বজনীন উৎসবের র্যালিতেও হামলা চালানো হয়েছে।
সমাবেশে বক্তারা আরো বলেন, একদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে অন্যদিকে সমান তালে চলছে মিথ্যা মামলা দেয়া ও গ্রেফতার করা হচ্ছে এবং অপারেশনের নামে জনগণকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিকো চাকমাসহ অন্য নেতা কর্মীদের দমন পীড়নের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পিসিপি ও যুব ফোরাম নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন।
সরকার ও সেনা প্রশাসনের উদ্দেশে বক্তারা বলেন, দমন-পীড়ন করে আন্দোলনকে নস্যাৎ করা যাবে না। যদি এভাবে দমন-পীড়ন চলতে থাকে তাহলে পিসিপি, যুব ফোরাম ও এইচডব্লিএফ তার যথাযথ জবাব দিতে বাধ্য হবে।
সমাবেশে বক্তারা পিসিপির সাবেক সভাপতি রিকো চাকমাসহ অন্য নেতা কর্মীদের গ্রেফতারের নিন্দা এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান৷
সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
———————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।