আন্তর্জাতিক নারী দিবসে খাগড়াছড়িতে সমাবেশ ও র্যালি করবে হিল উইমেন্স ফেডারেশন
খাগড়াছড়ি: আগামী ৮ মার্চ ২০১৭ আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে খাগড়াছড়িতে সমাবেশ ও র্যালি করবে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
‘নিজের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ হোন’ এই আহ্বানকে সামনে রেখে ৮ মার্চ, বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে শেষে র্যালি বের করা হবে।
উক্ত সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণ করে নারীর নিরাপত্তা নিশ্চিতসহ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য সর্বস্তরের নারী সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও সমাবেশে উত্থাপিত দাবি-দাওয়া সরকার ও ব্যাপক জনগণের কাছে পৌঁছে দিতে জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ৮ মার্চ হিল উইমেন্স ফেডারেশন গঠিত হয়। গঠনলগ্ন থেকে হিল উইমেন্স ফেডারেশন প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। এছাড়াও সংগঠনটি নারী নির্যাতনসহ সকল ধরণের অন্যায়-অবিচার ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনাকী চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।