আন্তর্জাতিক নারী দিবসে ঢাকায় সমাবেশ করবে হিল উইমেন্স ফেডারেশন

0

ঢাকা : আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৮ মার্চ, শুক্রবার ঢাকায় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র‌্যালি করবে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

”নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন’’ এই আহ্বানকে সামনে সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাবেশ শেষে র‌্যালি বের করা হবে বলেও এতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে সমাবেশে উত্থাপিত দাবি-দাওয়া সরকার ও ব্যাপক জনগণের কাছে পৌঁছে দিতে সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ৮ মার্চ হিল উইমেন্স ফেডাারেশন গঠিত হয়। গঠনলগ্ন থেকে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। এছাড়াও হিল উইমেন্স ফেডাারেশন নারী নির্যাতনসহ সকল ধরনের অন্যায়-অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More