বাঘাইছড়ি : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের লেখা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে।
সাজেকের মাচলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ব্যানারে লেখেন ‘বিলাইছড়িতে দুই মারমা বোনের ধর্ষণকারীদের বিচার চাই’।
বি টি উচ্চ বিদ্যালয় ও রূপালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ব্যানারে লেখেন “পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন’।
স্ব স্ব বিদ্যালয়ের সামনে তারা এসব মানববন্ধন করেন।
এছাড়া সাজেকের উজোবাজার এলাকায় সর্বত্র নারীর নিরাপত্তা ও বিলাইছড়ির দুই মারমা বোনের ধর্ষণকারীদের সাজার দাবি জানিয়ে হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয় নারীরা।
———————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।