আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পানছড়ি ও লক্ষ্মীছড়িতে সমাবেশ
সিএইচটি নিউজ ডটকম
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ি উপজেলা সদর এলাকার নয়াবাজারে অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক রূপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ এর পানছড়ি উপজেলা সংগঠক প্রমোদ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রূপন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জুয়েল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক য্বু ফোরমের সভাপতি সূসময় চাকমা। সমাবেশের আগে বাজার এলাকায় মিছিল করা হয়।
সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক ১১ নির্দেশনা তুলে নিয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতাসহ মিছিল মিটিং-এর উপর হস্তক্ষেপ বন্ধ ও ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান
অপরদিকে, লক্ষ্মীছড়ি সদরে উপজেলা হেডম্যান এসোসিয়েশন কার্যালয়ে সামনে লক্ষ্মীছড়ি সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ করার কথা থাকলেও প্রশাসনের বাধার কারণে কার্যালয়ের ভিতরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্মাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নীলবর্ণ চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য হ্লাচিংমং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডরেশন এর জেলা সদস্য ললিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সংগঠক দয়া চাকমা, কৈলাশ মহাজন পাড়ার কার্বারী কুসুম তারা চাকমা, দুল্যাতলী ইউপির সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, বর্মাছড়ি ইউপির বর্তমান চেয়ারম্যান প্রতুল কান্তি চাকমা। সমাবেশে লক্ষ্মীছড়ি উপজেলার মুরুব্বীসহ ছাত্র-যুব-নারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার মানবাধিকার সনদ অনুযায়ী পাহাড়ি জাতিসত্তার নিজস্ব পরিচয় মুছে দিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার চরম মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বক্তারা পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক অধিকারসহ মৌলিক মানবাধিকার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।