আপিলে ইউপিডিএফ প্রার্থী নুতন কুমার চাকমার প্রার্থিতা বৈধ

0
14

খাগড়াছড়ি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ প্রার্থী নুতন কুমার চাকমা নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের রায়ে বৈধতা পেয়েছেন।

# নুতন কুমার চাকমা

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১% ভোটার সমর্থকদের স্বাক্ষরে দু’টি স্বাক্ষর সঠিকভাবে প্রতিফলিত না হওয়ার অজুহাত দেখিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর ইউপিডিএফ প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের আবেদন করেন।

আজ শনিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আপিলের শুনানির পর তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আপিল মামলা পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সুপ্রকাশ দত্ত।

মনোনয়ন বৈধতা পাওয়ার পর নুতন কুমার চাকমা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান করেছেন।

তিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ব্যালটের মাধ্যমে অন্যায়-অবিচারের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইউপিডিএফ পর পর তিন বার (৮ম, ৯ম ও ১০ম) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। প্রতিবারই ইউপিডিএফ প্রার্থীর পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়ে। মনে করা হয়, বিগত দশম সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরও ষড়যন্ত্রমূলকভাবে ইউপিডিএফ প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.