আলীকদমে বাঙালিদের হামলায় দুই পাহাড়ি আহত

0
7

Alikodomবান্দরবান : বান্দরবানের থানচিতে তিন বাঙালি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র্র করে আলীকদমে পাহাড়ি দম্পতির উপর হামলা করেছে বাঙালিরা। এতে স্বামী-স্ত্রী দু’জনই আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৮ এপ্র্রিল) বিকালে আলীকদম উপজেলা চৌমুহনী বাস টার্মিনাল এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জোনাক ত্রিপুরা ও তার স্ত্রী। এসময় উত্তেজিত বাঙালিরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে তারা স্বামী-স্ত্রী দু’জনই আহত হন। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলসহ আলীকদম উপজেলা সদরে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.