আলুটিলায় এক ব্যক্তির বাড়ির তালা ভেঙে সেনাবাহিনীর তল্লাশি
খাগড়াছড়ি : খাগড়াছড়ির পর্যটন এলাকা আলুটিলায় স্বপন ত্রিপুরা(৩২), পিতা- দীনবসু ত্রিপুরা নামে এক ব্যক্তির বাড়ির তালা ভেঙে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় আলুটিলা ক্যাম্প থেকে ৮ জনের একটি সেনা দল স্বপন ত্রিপুরার বাড়িতে গিয়ে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায়। এসময় বাড়ির লোকজন সবাই বাইরে কাজে গিয়েছিলেন।
বাড়ির কাউকে না পেয়ে সেনারা প্রতিবেশী লোকজনের কাছ থেকে স্বপন ত্রিপুরা ও ইউপিডিএফের লোকজনকে জিজ্ঞাসা করে। এ সময় লোকজন তাদের(সেনা সদস্যদের) জানায়, স্বপন ত্রিপুরা একজন ভাড়ায় মোটর সাইকেল চালক, তিনি কোন অন্যায় কাজের সাথে যুক্ত নন। এছাড়া ইউপিডিএফের কোন লোককেও তারা চিনে না বলে সেনাদেরকে জানান।
পরে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে স্থানীয়রা জানান।
………………………
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।