মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সেগুন বাগান এলাকা থেকে আজ সোমবার (২৩ এপ্রিল ২০১৮) সকালে পুলিশ দুই নিরীহ গ্রামবাসীকে আটক করার পর দুপুরে থানা থেকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে ।
আটক দুই গ্রামবাসী হলেন আলুটিলা রিসাং ঝর্ণা পাড়ার খগেন্দ্র ত্রিপুরার ছেলে অভি ত্রিপুরা (২৮) ও মৃত কলং কুমার ত্রিপুরার ছেলে গোপী ত্রিপুরা(২৩)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, অভি ও গোপী ত্রিপুরা দিন মজুরি ও লাকড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় আজ ভোর ৬টায় সেগুন বাগান এলাকা থেকে লাকড়ি সংগ্রহ করতে গেলে পুলিশ তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়।
সিএইচটি নিউজ ডটকমের এই প্রতিনিধি তাদেরকে আটকের কারণ জানতে চাইলে মাটিরাঙ্গা থানা পুলিশ আজ ভোরে সেগুন বাগান এলাকায় গাড়িতে ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে সন্দেহজনকভাবে উক্ত দুই গ্রামবাসীকে আটক করা হয়েছে বলে জানায়। জিজ্ঞাসাবাদের পর নিরপরাধ হলে তাদের ছেড়ে দেয়ার কথাও জানায় তারা।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে দুপুর ২টার দিকে আটক দুই গ্রামবাসীকে স্থানীয় মেম্বার ও তাদের পরিবারের মাধ্যমে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মুক্তিতে পুলিশকে ৪ হাজার টাকা দিতে হয়েছে বলে জানা গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।