চট্টগ্রাম : ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)-এর চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে বিজয় চাকমাকে সভাপতি, জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক, জুনেল চাকমাকে দপ্তর সম্পাদক ও আপ্রুমং মার্মাকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ অক্টোবর) নগরীর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রথম সম্মেলন শেষে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা। সম্মেলনে উপস্থিত সকলে ঘোষিত কমিটিকে সমর্থন জ্ঞাপন করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিজয় চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউডব্লিউডিএফ-এর কেন্দ্রীয় সাধার সম্পাদক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি থুইক্যচিং মার্মা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সদস্য রেশমী মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক অর্পন চাকমা। সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সদস্য শুভ চাক।
সম্মেলনে নগরীর বন্দর থানা, ইপিজেড থানা, চান্দগাঁও থানা, পাহাড়তলী থানা ও বায়েজিদ থানা থেকে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।