বাঘাইছড়ি : সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে আটক ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের অটল চাকমা ও শুদ্ধধন চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে বাঘাইছড়ি উপজেলার রূপকারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা।
সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য জীবন চাকমার সভাপতিত্বে ও বিশ্বজিৎ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমা রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক আসেন্টু চাকমা, ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের সংগঠক নিরত কান্তি চাকম ও পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিউটন চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জারিকৃত গণবিরোধী ১১ দফা নির্দেশনার মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে জড়িত নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে আটককৃত দুই ইউপিডিএফ সদস্যকে নিঃর্শত মুক্তি ও অন্যায় ধরপাকড় ও অব্যাহত দমন পীড়ন বন্ধের দাবি জানান।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।