ইউপিডিএফ’র ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
আগামী ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীএ উপলক্ষে ইউপিডিএফ তিনদিন ব্যাপী (২৪-২৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেকর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, শিশু র‌্যালী, প্রীতি ফুটবল ম্যাচ, চা চক্র ও মতবিনিময় সভা ইত্যাদিআগামীকাল ২৪ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ির গুইমারায় সমাবেশ ও র‌্যালি আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবেতবে ২৬ ডিসেম্বর পানছড়ি হতে খাগড়াছড়ি সদর পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতাআয়োজনের কর্মসূচি থাকলেও অনিবার্য কারণবশত: তা অনুষ্ঠিত হবে না বলে ইউপিডিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনদিন ব্যাপী কর্মসূচি বিষয়ে জানানো হয়, ২৪ ডিসেম্বর সোমবার খাগড়াছড়ির গুইমারায় সমাবেশ ও র‌্যালি, ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাঙামাটি জেলার নান্যাচরে শিশু র‌্যালি ও বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ এবং ২৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর ও মহালছড়িতে শিশু র‌্যালি অনুষ্ঠিত হবেএকইদিন (২৬ ডিসেম্বর) খাগড়াছড়ির দিঘীনালা, রাঙামাটির কাউখালী এবং বান্দরবানে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে
এছাড়া ২৬ ডিসেম্বর সকালে খাগড়াছড়ি জেলা অফিস সহ সকল উপজেলা অফিস সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিপ্লবী সংগীত বাজানো হবে এবং অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তি।
———

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More