ইউপিডিএফ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে চা-চক্র ও আলোচনা সভা

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে চা-চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বেলা ১:০০টার সময় ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও ছাত্র যুবকদের নিয়ে এই চা-চক্র ও আলোচনা সভার আয়োজন করে।
“দালালি ও লেজুরবৃত্তির পরিণাম আত্মধাবংস, পূর্ণস্বায়ত্তশাসনই মুক্তির পথ, ইউপিডিএফের নির্দেশিত পথে চলুন” এই শ্লোগানে আয়োজিত চা-চক্র ও আলোচনা সভায় ইউপিডিএফ’র সাজেক ইউনিটের সমন্বয়ক অডিট চাকমার সভাপতিত্বে ও সংগঠক রিয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, বাঘাইছড়ি ইউনিটের সমন্বয়ক অক্ষয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি পলেন চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বাবুধন চাকমা, সাজেক কার্বারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য উদয়ন চাকমা, বিশিষ্ট মুরুব্বী নিখীল জীবন চাকমা। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিতা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বিশাখা চাকমা।
আলোচনা সভায় ইউপিডিএফ নেতা সচিব চাকমা পার্টির ২৬ বছরপূর্তি উপলক্ষে জনগণের উদ্দেশ্যে প্রদত্ত কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান।
তিনি নানা বাধা-বিপত্তি মোকাবেলা করে পার্টির ২৬ বছরের নানা কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করে এবং সামাজিক অবক্ষয়সহ সমাজের নানা অসঙ্গতি বিষয়ে তুলে ধরেন।
তিনি জনসংহতি সমিতির সংঘাত নীতির সমালোচনা করে বলেন, আমাদের পার্টি সংঘাত নয়, ঐক্য চাই। জাতির অস্তিত্ব রক্ষার জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।
সচিব চাকমা আরো বলেন, যে চুক্তি জনগণের সুফল দিতে পারে না সে চুক্তির সমালোচনা করার অধিকার সবার রয়েছে। ইউপিডিএফও চুক্তির অসঙ্গতিগুলো তুলে ধরেছে।
তিনি বলেন, দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দলটির অস্তিত্ব এখনো শেষ হয়নি। তাই আগামীতে আওয়ামী লীগ, বিএনপিসহ শাসকগোষ্ঠিভুক্ত দলগুলোর প্রতি পাহাড়িদের আরো বেশি সতর্ক থাকতে হবে।
পূর্ণস্বায়ত্তশাসন ব্যতীত পাহাড়ি জনগণের মুক্তি আসবে না মন্তব্য করে সচিব চাকমা জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ইউপিডিএফের পতাকাতলে সমবেত হয়ে আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
অক্ষয় চাকমা বলেন, দীর্ঘ ২৬ বছর পার্টির পক্ষে আন্দোলনে টিকে থাকার পেছনে একমাত্র শক্তি জনগণের পূর্ণ সমর্থন ও সহযোগীতা। জনগণের ঐকান্তিক সমর্থনের কারণে পার্টি ২৬ বছর আন্দোলনে নেতৃত্বদানে সক্ষম হয়েছে। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।
বাবুধন চাকমা বলেন, রাত পেরিয়ে যেমন সুর্যের আলো ফোটে, তেমনি দুর্দিনের পরে নিশ্চয় সুদিন ফিরে আসবে। আমাদের জাতির দুর্দিনও কেটে গিয়ে একদিন নিশ্চয় বিজয় অর্জিত হবে।
নতুন জয় চাকমা বলেন, অধিকার প্রতিষ্ঠার করতে হলে লড়াই-সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।