ইউপিডিএফের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সাজেকে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রম কর্মসূচি

0
11

সিএইচটিনিউজ.কম
Sajekসাজেক(রাঙামাটি): আগামী ২৬ ডিসেম্বর ২০১৪ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী। এ উপলক্ষে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ এর উদ্যোগে সাজেকে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ২১ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

“শ্রমশীল কর্মী হোন, জনগণের সাথে কাঁধে কাঁধ মেলান” এই থিম শ্লোগানের ভিত্তিতে পরিচালিত স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে লাদুমনি বাজার ও উজো বাজারে পাবলিক টয়লেট নির্মাণ, জনগণের চলাচলের সুবিধার্থে হাজাছড়ি-ডানে বাইবাছড়া এলাকায় রাস্তা তৈরি, লাদুমনি বাজার এলাকায় পানি হাউস নির্মাণ ইত্যাদি কাজ হাতে নেওয়া হয়েছে।

সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ভিত্তিতে স্বেচ্ছাশ্রম কর্মসূচি পালিত হচ্ছে।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.