রানা প্লাজা ধসের ৩ বছর আজ
ইউপিডিএফ এর পক্ষ থেকে নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ
ঢাকা : সাভারের রানা প্লাজা ধসে শ্রমিক গণহত্যার ৩ বছর পুর্তিতে নিহতদের স্মরণে আজ (২৪ এপ্রিল) ইউনাইটেট পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঢাকা ইউনিটের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
সকাল ১০টায় মিছিল সহকারে সাভারের রানা প্লাজা ধসের স্থানে নির্মিত “প্রতিবাদ প্রতিরোধ” শহীদ বেদীতে ঢাকা ইউনিটের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপিডিএফ সদস্য এ্যাডভোকেট রিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনা চাকমা ও পিসিপির সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।