ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা’র খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

0
13

খাগড়াছড়ি : ‘সরকারের জাতি ধ্বংসে চক্রান্ত রুখে দাও’ এই শ্লোগানে রাঙামাটির বন্দুকভাঙ্গায় সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনী কর্তৃক ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা, কলেজ গেট হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারের সিএনজি স্টেশনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটি’র সদস্য অতুল চাকমা ও অজেল ত্রিপুরা।

বক্তারা অভিযোগ করে বলেন, এদেশের রাষ্ট্্রীয় মদদে সৃষ্ট ‘নব্য মুখোশ বাহিনী’কে দিয়ে শাসকগোষ্ঠী জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের পুরনো খেলায় মেতে উঠেছে। বিশেষ একটি বাহিনীর পৃষ্টপোষকতায় গড়ে ওঠা এই বাহিনী গঠনের পর থেকে নান্যাচর উপজেলায় মাসব্যাপী অপহরণ, হত্যা ও সন্ত্রাস চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ গ্রহণ করছে না। উপরন্তু সন্ত্রাসীদের প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিরাপদে সন্ত্রাস চালাতে সহযোগীতা দিচ্ছে। ফলে নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাস ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমার নেতৃত্বে দুর্বৃত্তরা গত ৫ ডিসেম্বর সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে খুনের পর গতকাল (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে খুন করেছে।

বক্তারা সমাজের সর্বস্তরের জনগণকে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাস ও দুর্বৃত্তায়নকে প্রতিহত করার আহ্বান জানান।

সামবেশ থেকে বক্তারা অবিলম্বে অনাদী রঞ্জন ও অনল বিকাশ চাকমার খুনী নব্য মুখোশ বাহিনীর দুর্বৃত্ত তপন জ্যোতি চাকমাদের গ্রেফতার করে দৃষ্টাস্তমূলক শাস্তির দাবি জানান।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.