ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

0

WP_20160712_060

ঢাকা: পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফ এর সংগঠক মিঠুন চাকমাকে আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলা ভবন ও অপরাজেয় বাংলা ঘুরে টিএসসি’র রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ সামবেশে মিলিত হয়।

পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, ছাত্র গণ মঞ্চের সভাপতি সাঈদ বিলাস ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বরুণ চাকমা।

সভা পরিচালনা করেন পিসিপি নেতা রিয়েল ত্রিপুরা।

সমাবেশে বক্তারা অবিলম্বে মিঠুন চাকমা’র বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে আনীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তির দাবী জানান।WP_20160712_035

বক্তারা পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রালয় কতৃক আরোপিত ১১ নির্দেশনাকে ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক ও দমনমূলক আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করে বলেন, সরকার এ নির্দেশনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে কার্য্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বক্তারা অবিলম্বে ১১ নির্দেশনা তুলে নেয়ার দাবী জানান।

স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে দশকের পর দশক ধরে অঘোষিত সেনাশাসন চলছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণকে কার্য্যত সেনা কর্ডন দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানকার জাতিগত সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী যে নির্যাতন চালাচ্ছে তা হানাদার বাহিনীর নির্যাতনকে স্মরণ করে দেয়।

সমাবেশ থেকে ধর-পাকড় দমন-পীড়ন ও রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ করা না হলে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অগণতান্ত্রিক ১১ দফা নির্দেশনা তুলে নেয়া না হলে, ইউপিডিএফ নিপীড়িত জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।

————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More