ইতিহাসে এ দিন : পার্বত্য চট্টগ্রামে ১৪৪ ধারা লঙ্ঘন
সিএইচটি নিউজ ডটকম

১৯৯৪ সালের এ দিন (১০ ফেব্রুয়ারি) পিসিপি খাগড়াছড়িতে প্রশাসনের অন্যায়ভাবে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গের মধ্য দিয়ে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করে। পিসিপি’র নেতৃত্বে নব্বইয়ের দশকে প্রতিবাদী ছাত্রসমাজ সরকার-শাসকচক্রের নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। নব্বইয়ের দশকে প্রতিবাদী ছাত্রসমাজ বাস্তবিক অর্থেই ছিল পার্বত্য চট্টগ্রামের জনগণের অস্তিত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীস্বরূপ।
লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯৮ সালের এ দিন তিন গণতান্ত্রিক সংগঠন (পিসিপি-পিজিপি-এইচডব্লিউএফ) শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার জনসংহতি সমিতিকে ‘পার্বত্যচুক্তি’র গ্যাড়াকলে বেঁধে আত্মসমর্পণের মত অবমাননাকর অনুষ্ঠানের আয়োজন করলে প্রতিবাদে সোচ্চার হয়। সেনাবাহিনীসহ সকল রাষ্ট্রীয় বাহিনী গোয়েন্দা সংস্থার নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঢুকে পড়ে তিন গণতান্ত্রিক সংগঠনের নির্ভীক সংগ্রামী সেনানীরা তিরিশ হাজারের অধিক দর্শক, দেশী-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিক, কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সামনে পূর্ণস্বায়ত্তশাসনের ব্যানার উর্ধ্বে তুলে ধরে, সূচনা করে আন্দোলনের নতুন ধারা। যা সমগ্র ভারতীয় উপমহাদেশের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।