ইতি চাকমা’র খুনীদের গ্রেপ্তারের দাবিতে ১৫ মার্চ খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট করবে ৫ নারী সংগঠন
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা’র খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামের ৫ নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি’র উদ্যোগে আগামী ১৫ মার্চ ২০১৭, বুধবার সকাল ১১:৩০টায় খাগড়াছড়িতে ডিসি অফিসের সম্মুখে অবস্থান ধর্মঘট ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এতে ভিকটিমের পরিবারবর্গ ও জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার নারীরা অংশগ্রহণ করবেন।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলার নারী সমাজসহ ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।