উখিয়ায় চাকমা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বোন আহত
উখিয়ায় স্কুল ছাত্রী ইলা রাণী চাকমাকে (১৫) ধর্ষণের চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। তাকে রক্ষা করতে গিয়ে বড় বোন মাছাউ চাকমা (২৫) আহত হয়েছেন। তারা দুবোন তেলখোলা গ্রামের রাখাই মং চাকমার মেয়ে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে তেলখোলার জঙ্গলে ঘটনাটি ঘটে।
থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আহত ইলা রাণী চাকমা অভিযোগ করে জানায়, সে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে জঙ্গলাকীর্ণ এলাকায় ওৎ পেতে থাকা ইব্রাহিম, আব্দুর রহমান ও রফিকসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আর্ত চিৎকারে বড়বোন মাছাউ চাকমা এগিয়ে এলে দুর্বৃত্তরা দু’বোনকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
এঘটনায় রাখাই মং চাকমা বাদি হয়ে সোমবার উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র: সুপ্রভাত বাংলাদেশ
————————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।