উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় ২ জন চাকমা আহত, কলাবাগান কেটে সাবাড়

0
11

উখিয়া : কক্সবাজারের উখিয়ার তেলখোলা চাকমা পাড়া এলাকায় আজ শনিবার (১৭ মার্চ ২০১৮) সকালে রোহিঙ্গাদের হামলায় ২ জন চাকমা আহত হয়েছেন। এছাড়া রোহিঙ্গারা চাকমাদের প্রায় ১০০ একর কলাবাগান কেটে সাবাড় ও আদা, হলুদ ক্ষেত নষ্ট করে দিয়েছে এবং ১০-১২টি বাড়ি ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

হামলায় আহতরা হলেন- চৌখিনু চাকমা(৩২) ও খ্যতু চাকমা (৪৫)। তাদেরকে বর্তমানে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৮টার দিকে তেলখোলা থেকে আধকিলোমিটার দূরের টাজিরমার খোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ২/৩ হাজার রোহিঙ্গা ‌আল্লাহ আকবর, নারায়ে তাকবীর শ্লোগান দিয়ে তেলখোলায় চাকমাদের এলাকায় প্রবেশ করে এবং প্রায় ১০০ একরের মতো কলাবাগান কেটে ফেলে এবং আদা, হলুদ ক্ষেত নষ্ট করে দেয়। এ সময় রোহিঙ্গাদের হামলায় চৌখিনু চাকমা ও খ্যতু চাকমা আহত হন। রোহিঙ্গারা চাকমাদের ১০-১২টি ঘরও ভাংচুর করে দেয়।

স্থানীয় মৌজা প্রধান বাউনু হেডম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.