ঢাকা : দেশের উদ্ভুত পরিস্থিতিতে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে ইউনাইটেড ওয়ার্কারস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউএফ)।
আজ ৫ আগস্ট রবিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি সচিব চাকমা বলেন, বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে দেশব্যাপী ছাত্র আন্দোলন চলছে। ছাত্রদের শান্তিপূর্ণ এ যৌক্তিক আন্দোলনে বিনা উস্কানিতে গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর ঝিগাতলাতে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মী ও পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে হামলা চালায়। এতে অনেকে জখম হন।
তিনি উক্ত ঘটনার পর সৃষ্ট পরিস্থিতিতে ৬ আগস্টের পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।
তিনি সাধারণ ছাত্রদের ওপর সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীদের ন্যাক্করজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
_________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।