ঢাকা : হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে আগামিকাল শুক্রবার, ৬ এপ্রিল ’১৮ ঢাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪ টায় প্রতিবাদী নাগরিক সমাবেশ করবে পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন বিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনসমূহ। সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখবেন।
উক্ত সমাবেশে সংবাদ সংস্থা/পত্রিকা/নিউজ পোর্টাল-এর রিপোর্টার, ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যানকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন বিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনসমূহ হল: হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল, নারী সংহতি, বিপ্লবী নারী মুক্তি, বিপ্লবী নারী ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ঐক্য ফোরাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ,জাতীয় ছাত্র দল, ছাত্র গণমঞ্চ , পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।
———————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।