একটি সংশোধনী

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) কিছুক্ষণ আগে লংগদু প্রতিনিধির পাঠানো রিপোর্টের ভিত্তিতে “লংগদুর কাট্টলীতে সেনাবাহিনী কর্তৃক মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এই ঘটনাটি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
মূলত ইউপিডিএফের লোকজনের মোবাইল নাম্বার সংগ্রহের উদ্দেশ্যে সেনা সদস্যরা তাদেরকে সেভাবে তথ্য দিতে করেছে বলে জানা গেছে।
আমরা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ঘটনাটি হলো, আজ বেলা ২টার দিকে বামে লংগদু সাব-জোন থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনিস এর নেতৃত্বে ৩০ জনের একদল সেনা সদস্য দুটি ইঞ্জিনচালিত বোটযোগে লংগদু ইউনিয়নের বড় কাট্টলীতে গিয়ে হানা দেয়।
সেনারা তপ্পিতপ্পাসহ কাট্টলী কলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর সেনারা ক্যাম্পে চলে যায়।
চলে যাবার সময় সেনারা ইউপিডিএফ লোকজনের মোবাইল নাম্বার সংগ্রহ করার কৌশল হিসেবে কাট্টলী গ্রামের বিশাখা চাকমা (৫৫), স্বামী- মৃত পূণ্যধন চাকমা ও তার ছেলে সুসময় চাকমা (৩৫)-কে “তাদেরকে নির্যাতন করা হয়েছে’ এমন তথ্য দিতে বাধ্য করেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
