একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চবিতে পিসিপি’র পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

0
8

চট্টগ্রাম : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চবি শাখা। সকাল ৮:৩০টায় পিসিপি চবি শাখার সভাপতি সুনয়ন চাকমা ও সম্পাদক রুপন চাকমার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন মাঠে এক আলোচনা সভা করা হয়। সুনয়ন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা অংকন চাকমা এবং চবি শাখার সহ-সভাপতি সুনীল চাকমা।

বক্তারা বলেন,”বাংলাদেশ একটি বহুজাতিক দেশ হওয়া সত্তে ও বাংলা ছাড়া দেশের অপরাপর জনগোষ্টির ভাষাগুলো উপেক্ষিত। যে দেশের ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসিবে স্বীকৃতি দিয়েছে। অথচ সে দেশের সংখ্যালঘু জাতিসমূহ তার নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে, যা ১৯৫২ সালের শহীদের প্রতি অবমাননার সামিল। যে চেতনায় রফিক,সালাম,বরকত,জব্বাররা শহীদ হয়েছেন সেই একুশের চেতনা স্বাধীনতার ৪৭বছর পরেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে বক্তারা কঠোর মন্তব্য করেন।”

আলোচনা সভা থেকে বক্তারা, দেশের সকল -জাতিসত্ত্বাসমূহের ভাষা,ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
—————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.