শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। তাদের উচিয়ে ধরা ব্যানারের শ্লোগান ছিল “’৭১-এ কুকিছড়াসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার চাই” “পার্বত্য চট্টগ্রামে পাক হানাদারদের দোসর নব্য রাজাকারদের ব্যাপারে সতর্ক হোন!”। ছবিটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধ থেকে ১৪ ডিসেম্বর ২০১৭ সকালে তোলা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে র্যালিসহকারে যাচ্ছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর নেতা-কর্মীরা। ছবি: ১৪ ডিসেম্বর ২০১৭ তোলা।
——————- সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।