পানছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় লতিবান এলাকায় অবরোধ পালনকারী পিকেটারদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছে জেএসএস এমএন লারমা দলের নেতাকর্মীরা!
পিকেটারদের একজন সিএইচটি নিউজ ডটকমকে বলেন “সেনাবাহিনীকে সাথে নিয়ে জেএসএস (এমএন লারমা) দলের পানছড়ি থানা শাখার সদস্য টিটু চাকমার নেতৃত্বে একদল নেতাকর্মী অস্ত্র হাতে আমাদের ধাওয়া করেন। এসময় সেনা সদস্যরা তাদের পেছনে ছিল। তারা আমাদের লক্ষ্য করে গুলি করে।”
তিনি আরো বলেন, এলজি হাতে পিকেটারদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে টিটু চাকমা বলেন “মিঠুন চাকমাকে আমরা হত্যা করেছি, তোমারা কেউ পানছড়িতে থাকতে পারবে না”।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।