বাঘাইছড়ি : পার্বত্য চট্টগ্রামে নারী-শিশু ধর্ষণ, ধর্ষণ চেষ্টার ঘটনা থামছেই না। এবার রাঙামাটির বাঘাইছড়িতে সেটলার কর্তৃক এক সন্তানের জননী পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোঃ মনসুরকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, আজ মঙ্গলবার (৭ আগস্ট ২০১৮) বিকাল ৪টার দিকে গরু ব্যবসায়ী মোঃ মনসুর বাঘাইড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের করেঙ্গাতলীর চিবিটবাগান এলাকায় যায়। সেখানে ওই নারীকে একা পেয়ে সে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারী চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে এসে মনসুরকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পরে পুলিশের কাছে সোপর্দ করে।
ধর্ষণ চেষ্টাকারী মোঃ মনসুর মারিশ্যার মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এলাকার লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, এ ঘটনাসহ গত ১০ দিনের মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়িতে কমপক্ষে ৪ জন পাহাড়ি নারী-শিশু ধর্ষণের শিকার হলেন। এর মধ্যে কৃত্তিকা ত্রিপুরা নামে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।