এভাবেই চলছে জীবন…
সিএইচটিনিউজ.কম
গত ১৬ ডিসেম্বর ২০১৪ সারা দেশে পালিত হয়েছে বিজয় দিবস। সেদিন হয়তো অন্যান্য দিনের চাইতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল। তবে চরম নিরাপত্তাহীন একটি দিন অতিবাহিত করেছে রাঙামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ির পাহাড়িরা। সেদিন সকাল হতে না হতেই পাহাড়িদের উপর শুরু হয় তান্ডবলীলা। হিংস্রতার উল্লাসে মেতে উঠে সেটলার বাঙালিরা। তাদের সহযোগিতায় এগিয়ে আসে সেনাবাহিনীর একটি দলও। একে একে ৩টি গ্রামে পুড়িয়ে ছাই করে দেয়া হয় অর্ধ শতাধিক ঘরবাড়ি, দোকানপাট। আশ্রয়হীন হয়ে পড়ে দুই শতাধিক মানুষ। এদের মধ্যে দুধের শিশু থেকে শুরু করে ৮০ বছরে বৃদ্ধও রয়েছে। সবকিছু হারিয়ে এখন এভাবেই চলছে এদের জীবন…..
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।