কক্সবাজারে পঞ্চদশ সংশোধনীর প্রতি জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের লাল কার্ড প্রদর্শন
সিএইচটিনিউজ.কম
কক্সবাজার: সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে জাতিসত্ত্বা মুক্তি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজ ৩০ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় কক্সবাজার সদরে কোর্ট বিল্ডিং প্রাঙ্গনে ‘পঞ্চদশ সংশোধনী আইনের’ প্রতি “লাল কার্ড” প্রদর্শন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত বক্তব্য রাখেন জাতিসত্ত্বা মুক্তি সংগ্রাম পরিষদের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনি স্বপন চাকমার সাংগঠনিক সম্পাদক সুজিত চাকমা (মাজি), সদস্য অমল চাকমা, গণতান্ত্রিক যুব ফেরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এসিংমং মারমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রনি চাকমা ও সাধারণ সম্পাদক রিপন চাকমা।
এসিংমং মারমা বলেন, বিগত আ’লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে বাংলাদেশের বাঙালী জাতি ভিন্ন ৪৫টি জাতিসত্তাকে অস্বীকার এবং অবজ্ঞা করা হয়েছে। উক্ত সংবিধানে বাংলাদেশের আপামর জনগনের মৌলিক কোন অধিকার সুনিশ্চিত করা হয়নি। ৭২’র সংবিধান থেকে শুরু করে পরবর্তী যতবার সংবিধান সংযোজন এবং বিয়োজন করা হয়েছে ততবারই বাঙালী জাতি ভিন্ন ৪৫ টি জাতি সত্তাকে অস্বীকার করা হয়েছে এবং বাংলাদেশের সাধারণ জনগণের মৌলিক এবং গণতান্ত্রিক অধীকারকে তোয়াক্কা করা হয়েছে।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।