কবাখালীতে সেটলার বাঙালি কর্তৃক চার পাহাড়ি নারীকে শ্লীলতাহানির চেষ্টা

0
13

দিঘীনালা প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার কবাখালীতে গতকাল ৫ নভেম্বর ২০১০ বিকাল আনুমানিক ৩টার সময় চার জন পাহাড়ি নারীকে দুইজন সেটলার বাঙালি শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, কবাখালী হেডম্যান পাড়া থেকে রিপনা চাকমা(২২) স্বামী- কিংকর চাকমা, তুষারাণী চাকমা(২৫) স্বামী-মিলন জ্যোতি চাকমা, রিতা চাকমা(২৪) স্বামী- কমল জ্যোতি চাকমা ও পরাণী চাকমা(২৩) স্বামী- জাঙাল্যা চাকমা চার জন মিলে সকালে তরিতরকারী খুঁজতে পার্শ্ববর্তী জঙ্গলে যায়। সেখান থেকে বিকালে ফেরার পথে রস্যামনি কার্বারী পাড়ায় পৌঁছলে সেটলার বাঙালী মো: সোহাগ(২৭) পিতা- আবদুল কাসেম, গ্রাম- আমবাগান, কবাখালী ও মো: নাজিম উদ্দিন(২২) পিতা- আব্দুল মালেক, গ্রাম-আলী নগর, কবাখালী তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপর তারা চিৎকার দিলে পাশ্ববর্তী আনসার ক্যাম্প থেকে আনসার সদস্যরা গিয়ে উক্ত দুই সেটলারকে আটক করে। পরে সন্ধ্যার দিকে তাদেরকে দিঘীনালা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ ৬ নভেম্বর দিঘীনালা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.