নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
বাংলাদেশের মৌলভী বাজার জেলার কমলগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে মুনিপুরী নেতা রবীন্দ্র কুমার সিনহা (৪২) নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জ উপজেলার বাঘাছড়া প্রাইমারী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল ২৩ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে আজ ২৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় সকল মুনিপুরী মন্ডপে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশমুনিপুরী সমাজ কল্যাণ সমিতি। এছাড়া এ ঘটনার পর পরই গত রাত ১২টায় মহানবমী পুজার সকল অনুষ্ঠান বন্ধ করে দেয় মুনিপুরীরা।