আটক নেতাদের মুক্তির দাবিতে
কাউখালীতে পুলিশের বাধার মুখে পিসিপি’র বিক্ষোভ
সিএইচটি নিউজ ডটকম
কাউখালী( রাঙামাটি) : পুলিশের বাধার মুখে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ( পিসিপি)। আটক পিসিপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কাউখালীর কচুখালী খেলোয়ার সমিতি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশের বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে পুলিশের কনেস্টবল আকতার কর্তৃক এক কলেজ ছাত্রী শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়। পরে পুলিশের বাধার মুখে তারা সেখানে সমাবেশ করে।
জোনাকি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি অনিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপন মার্মা, পিসিপি’র কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক বিপুল চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা।
সমাবেশে বক্তারা বলেন,স্বরাস্ট্রমন্ত্রনালয় কর্তৃক অগণতান্তিক ১১ নির্দেশনা জারির পর পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ সহ তার সহযোগি সংগঠনের নিরপরাধ নেতা কর্মীদের আটক করা হচ্ছে। সরকার ১১ নির্দেশনা মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনকে বৈধতা দিয়ে নিপীড়ন-নির্যাতন বাড়িয়ে দিয়েছে। তারই অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক নিরপরাধ পিসিপি নেতা কংচাই মারমা ও তার সহযোগিকে গ্রেপ্তার করা হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার আমাদের দাবি বাস্তবায়ন না করে উন্নয়নের নামে ভূমি বেদখল, শিক্ষার নামে ভূমি বেদখল করে চলেছে।
সরকার পর্যটনের নামে সাজেকে একরের পর একর ভূমি বেদখল করছে, উচ্চ শিক্ষার নামে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করে ভূমি বেদখলের পায়তারা চালাচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে আটক পিসিপি নেতাদের নিঃশর্ত মুক্তি, ছাত্রী নির্যাতনকারী কনেস্ আকতারের শাস্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা প্রত্যাহারপূর্বক অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধের জোর দাবি জানান।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।