কাউখালীতে বিপুলসহ চার নেতার খুনীদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দেয়ার দাবিতে পোস্টারিং
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
গত বছর ১১ ডিসেম্বর ২০২৩ খাগড়াছড়ির পানছড়িতে সেনা সৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী (নব্য মুখোশ বাহিনী/মোত্তালেব বাহিনী) কর্তৃক ইউপিডিএফ-এর চার তরুণ নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যা করা হয়।
উক্ত হত্যাকাণ্ডে জড়িত খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দাবিতে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়েছে।
ছাত্র-যুব সংহতি সংঘ কর্তৃক লিখিত এসব পোস্টারে খুনীদের গ্রেফতারে দাবির পাশাপাশি ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দেয়া এবং খুনীদের মদদদাতা সেনা কর্মকর্তাদেরও শাস্তির দাবি জানানো হয়েছে।
পোস্টারগুলোর মধ্যে লেখা ছিল “বিপুলদের হত্যাকারী পিন্টু চাকমাকে গ্রেফতার কর; সুনীলদের খুনী রোমেলসহ অন্যদের গ্রেফতার কর; চার যুব নেতার খুনী পিন্টু রোমেলসহ জড়িতদের গ্রেফতার কর; খুনীদের আশ্রয়দাতা মেজর জাহিদ হাসানের শাস্তি চাই; খুনীদের পাহারাদার দেওয়ানপাড়া আর্মি ক্যাম্প তুলে নাও; ঠ্যাঙাড়ে বাহিনীর মদদদাতা জি-টু মেজর জাহিদের শাস্তি চাই; অবিলম্বে ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দাও; ঠ্যাঙাড়ে দিয়ে খুন, চাঁদাবাজি বন্ধ কর; জল্লাদ দিয়ে আন্দোলন দমানো যাবে না; ঠ্যাঙাড়ে দিয়ে ইউপিডিএফ দমানো যাবে না; খুনীদের সাথে মেজর জাহিদের গোপন সাক্ষাত: আবার খুনের ষড়যন্ত্র?; ঠ্যাঙাড়ে জল্লাদদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন; খুনী ঠ্যাঙাড়েদের অন্যায়ের কাছে মাথা নত করবেন না; খুনী অপরাধীরাই ভীরু, তাদের ভয় পাবেন না; ঠ্যাঙাড়েদের ধ্বংস অনিবার্য…” ইত্যাদি।
উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মহাজনপাড়া, কালাকাজি, চৌধুরীপাড়া, শিলছড়ি ও বালুখালীতে; ফটিকছড়ি ইউনিয়নের ধুপছড়ি বাজার, বৃহত্তর ডাবুয়া এলাকায়; কলমপতি ইউনিয়নের কোলাপাড়া, মাঝেরপাড়া, আমছড়ি, বড়পাড়া, হাতিমারা, পুরাতন পোয়াপাড়া, বটতলী, বড়ইছড়ি, বড়ডুলুতে এবং ঘাগড়া ইউনিয়নের কাউখালী সরকারি ডিগ্রী কলেজ, চেলাছড়া, জুনুমাছড়া, দুরদুরিছড়া, বেতছড়ি, বাদলছড়ি, কোজেইছড়ি, লেভাপাড়া, নোআদাম, উল্টাপাড়া, রাঙ্গীপাড়া, পানছড়ি, ডেবাছড়ি, নাকশাছড়ি, বিনয়পুর, দোজ্জেপাড়াসহ প্রভৃতি গ্রামের জন সমাগম স্থল তথা দোকানগুলোতে পোস্টারিং হয়েছে।
* পোস্টারিংয়ের ভিডিও চিত্র:
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।