কাউখালী(রাঙামাটি) : আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটির কাউখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কাউখালী থানা শাখা।
“আন্তজাতিক মাতৃভাষা দিবস দিচ্ছে ডাক, সকল জাতিসত্তার ভাষা মুক্তি পাক” এ শ্লোগানে পিসিপি’র নেতা-কর্মীরা আজ সকাল ৮টায় কচুখালী হতে র্যালি সহকারে গিয়ে শুরু করে শহীদ বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর পিসিপি’র কাউখালী থানা শাখার সহ সভাপতি নয়ন জ্যোতি চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, ১৯৫২ সালে শহীদের আত্মবলিদানের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করলেও পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৪৫টির অধিক জাতিসত্তার মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়নি। যদিও সরকার ৫টি জাতিসত্তার মাতৃভাষার প্রাথমিক শিক্ষা কার্যক্রম আংশিকভাবে চালু করেছে।
তিনি সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি পূর্ণবাস্তবায়নের দাবি জানান।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।