কাউখালী (রাঙাাটি) : রাঙামাটির কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিদিঙাছড়ি গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর তল্লাশি ও এক নিরীহ ব্যক্তিকে মারধরের খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ মে ২০১৮) ভোর ৫টার দিকে যৌথবাহিনীর একটি দল মিদিঙাছড়ি গ্রামে হনা দেয়। এসময় কিনা রাম চাকমার ছেলে বিঝু চাকমা(৩০)-কে শারীরিক নির্যাতন করে। পরে তাকে নিয়ে সাবেক মেম্বার ও ইউপিডিএফ সংগঠক অমলেন্দু চাকমার বাড়িতে যাওয়ার সময় গ্রামের বাসিন্দা অভিনাশ চাকমার ছেলে কৃষ্ণ মনি চাকমা(৩২)-এর বাড়িতে ঢুকে তল্লাশি চালিায় যৌথবাহিনীর সদস্যরা। সেনারা অমলেন্দু চাকমার বাড়িসহ একই গ্রামের দীন মোহন চাকমার ছেলে টনি চাকমা(২৮)-এর বাড়ি ঘেরাও করে।
এছাড়া সেনারা একই গ্রামের বিপর্ষি চাকমা(৩৮) এর বাড়িতেও তল্লাশি চালায়। এসময় সেনারা তার স্ত্রী কমলা রাণী চাকমা(৩৫)-এর ব্যাগ থেকে ৭ আনা পরিমাণ সোনা ও সাড়ে ৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অবৈধ কোন কিছুই না পেয়ে পরে যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে চলে যায়।
উল্লেখ্য, গত ৩ ও ৪ মে নান্যাচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা বর্মা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে রাঙামাটির বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। এতে এলাকার জনপ্রতিনিধি, মুরুব্বীসহ সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হচ্ছে।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।