রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির কাউখালীতে এক পাহাড়ি (মারমা) কলেজ ছাত্রী সেটলার কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। আজ ২৫ জুলাই, সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১টার সময় ওই কলেজ ছাত্রীটি কাউখালী কলেজ থেকে ক্লাস শেষে শামুক্যায় নিজ বাড়িতে ফিরছিলেন। আসার পথে ঘিলাছড়ি আদর্শ গ্রামে এসে পৌঁছলে একা পেয়ে ঘিলাছড়ি গ্রামের সেটলার আবদুস সাত্তারের ছেলে জাকির হোসেন তাকে ঝাপটিয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কলেজ ছাত্রীটি চিতকার দিলে আশের পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সেটলার জাকির হোসেনকে হাতেনাতে ধরে কিছু উত্তম মধ্যম লাগিয়ে দেয়। এ ঘটনার পর ওই কলেজ ছাত্রীটি জাকির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।