কাউখালীর পানছড়ি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, জনমনে নানা আশঙ্কা

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়ে অন্তত ১২০ জন সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এলাকার জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাঙামাটি ব্রিগেডের টু-আইসি মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে তালুকদার পাড়া ক্য্যাম্প থেকে পায়ে হেঁটে ও ৪টি গাড়িযোগে মালামালসহ সেনারা পানছড়ি উচ্চ বিদ্যালয়ে আসে। আগামী ২-৩ দিন তারা সেখানে অবস্থান করতে পারে বলে জানা গেছে।
সেনারা বিদ্যালয়ে আসার পর একটি ভবনের দেওয়ালে পুরনো আঁকা বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলতে শিক্ষকদের নির্দেশ দেয়। ‘বিদ্যালয়ে কেন এসব গ্রাফিতি আঁকা হয়েছে’- এমন কথা বলে তারা শিক্ষকদের শাঁসায়। এতে শিক্ষকরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে সেগুলো মুছে ফেলতে বাধ্য হন।
এ বিষয়ে স্থানীয় এক মুরুব্বী বলেন, সেনাবাহিনী প্রায় সময়ই বিদ্যালয়গুলোকে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করে থাকে, ফলে এতে বিদ্যালয়ে পাঠদানের ব্যাঘাত ঘটে। শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা যদি অন্যায় হয়, তাহলে বিদ্যালয়কে অস্থায়ী ক্যাম্প বানানো কী অন্যায় নয়?
আরেক ব্যক্তি বলেন, সেনাবাহিনী কথিত “সন্ত্রাসী” খুঁজতে প্রত্যন্ত এলাকায় এসে জনগণের ওপর নিপীড়ন চালায়, ঘরবাড়ি তল্লাশি করে হয়রানি করে। অথচ তাদের আশ্রয়-প্রশ্রয়েই অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করে। তাদেরকে তারা লালন-পালন করে। মূলত সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালাতেই এমন সেনারা এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, সেনাবাহিনীর এমন অবস্থানের কারণে এলাকার জনমনে একদিকে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে, অপরদিকে নিপীড়ন, হয়রানির ভয়ে জনগণ নানা আশঙ্কার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে সেনারা তালুকদার পাড়া ক্যাম্পে অবস্থান করেছিল। গত ১৬ সেপ্টেম্বর বিকালে ১৪টি গাড়িযোগে সেনারা সেখানে এসে অবস্থান নেয়ার পর আজ পানছড়ি এলাকায় এসে তৎপরতা চালাচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।