কাচলং ডিগ্রী কলেজে পিসিপি’র নবীন বরণ ও কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
পিসিপি’র দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে শোক প্রস্তাব করেন বিটি হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী মোহনা চাকমা। শোক প্রস্তাবের পর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অধিকার প্রয়োজন হলেও এদেশের শাসকগোষ্ঠি কিছুতেই পাহাড়ি জনগণকে অধিকার দিতে চায় না। বরং তারা পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দিতে চায়। যার ফলশ্রুতিতে অপরেশন উত্তরণের নামে সেনাশাসন জারি রেখে এ অঞ্চলের জনগণের উপর নিপীড়ন-নির্যাতন জারি রাখা হয়েছে। ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের চিরতরে উচ্ছেদ করার চক্রান্ত চলছে।
বক্তারা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ছাত্ররাই দেশ, জাত ও সমাজের ভবিষ্যত নির্ধারক। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নিপীড়ন-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরম্নদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, অধিকার কেউ কাউকে খুশী করে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তাই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য ছাত্র সমাজকে প্রস্তুত থাকতে হবে।